AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রায়গঞ্জে ফুলজোড় নদীর ওপর ফুটওভার ব্রিজ নির্মাণে মতবিনিময় সভা



রায়গঞ্জে ফুলজোড় নদীর ওপর ফুটওভার ব্রিজ নির্মাণে মতবিনিময় সভা

সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদীর ওপর ফুটওভার ব্রিজ নির্মাণের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্রিজ নির্মাণ ছাড়াও সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা ও নদীর তীর সংলগ্ন সৌন্দর্যবর্ধনসহ একাধিক উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করা হয়।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে ধানগড়া বাজার চত্বরে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ নজরুল ইসলাম।

সভায় প্রধান অতিথি ছিলেন রায়গঞ্জের কৃতি সন্তান, মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আনোয়ার হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবির, সহকারী কমিশনার (ভূমি), রায়গঞ্জ পৌরসভার প্রশাসক মো. মাসুদ রানা এবং স্থানীয় জনপ্রতিনিধি।

সভায় বক্তারা বলেন, ফুলজোড় নদীর ওপর ফুটওভার ব্রিজ নির্মাণ শুধু এলাকার যোগাযোগ ব্যবস্থায় নয়, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেও নতুন দিগন্ত উন্মোচন করবে। তারা একই সঙ্গে সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, নদীর তীরের সৌন্দর্যবর্ধন, সড়ক নির্মাণ ও সংস্কারসহ বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

ফুটওভার ব্রিজ নির্মাণ হলে স্থানীয় জনগণের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে এবং চলাচলে সুবিধা বৃদ্ধি পাবে। পাশাপাশি স্থানীয় অর্থনীতি ও শিক্ষার্থীদের যাতায়াতেও ইতিবাচক পরিবর্তন আসবে।

স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসীর উপস্থিতিতে মতবিনিময় সভা প্রাণবন্ত হয়ে ওঠে। অতিথিরা এসব প্রস্তাব বাস্তবায়নে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন এবং রায়গঞ্জকে টেকসই উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!