নেত্রকোনার মদন উপজেলায় ৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মদন থানা পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে রাত ৮টার দিকে মদন ইউনিয়নের কুলিয়াটি দক্ষিণপাড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল কুলিয়াটি দক্ষিণপাড়া গ্রামের মৃত তনু মিয়ার ছেলে আঙ্গুর মিয়া (৩৫) এবং একই গ্রামের মৃত কিন্তু মিয়ার ছেলে পিয়াস (২২)। তাদের কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ বলেন, “গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় মদন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।”
একুশে সংবাদ/এ.জে