AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাউফলে জেলেদের বিষ প্রয়োগে ৯টি মহিষের মৃত্যু


Ekushey Sangbad
মোঃ ফোরকান, বাউফল, পটুয়াখালী
০৪:৩৫ পিএম, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

বাউফলে জেলেদের বিষ প্রয়োগে ৯টি মহিষের মৃত্যু

পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের গোপালিয়া ও চরঘুনাথদ্দী চরে স্থানীয় জেলেদের বিষ প্রয়োগে অন্তত ৯টি মহিষ মারা গেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও অন্তত ৬টি মহিষ অসুস্থ হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া মহিষগুলোর মধ্যে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নের আ. রশিদ হাওলাদারের ২টি, সাহেবেরহাট এলাকার সোহাগ হোসেনের ৪টি ও মো. মাসুদের ৩টি মহিষ রয়েছে। ক্ষতিগ্রস্ত মালিকরা জানান, প্রায় দেড় মাস ধরে ৮০টি মহিষ নিয়ে তারা বাউফলের চরাঞ্চলে চরে চরে ঘাস খাওয়াচ্ছিলেন। বৃহস্পতিবার দুপুরে ঘাস খাওয়ানোর পর মহিষগুলো ফিরিয়ে আনার সময় হঠাৎ একে একে ১৫টি মহিষ অসুস্থ হয়ে পড়ে। এর মধ্যে ৯টি মারা যায় এবং ৬টি এখনও অসুস্থ অবস্থায় রয়েছে। নিহত মহিষগুলোর বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা।

স্থানীয় হান্নান হাওলাদার বলেন, “চরের ভেতরে কিছু অসাধু জেলে দীর্ঘদিন ধরে জাল দিয়ে মাছ ধরছে। তারা বিষ প্রয়োগ করে মাছ শিকার করায় ঘাসে বিষ লেগে যায়। মহিষগুলো সেই ঘাস খেয়ে মারা গেছে। আমরা এ ধরনের জেলেদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতারুজ্জামান সরকার বলেন, “এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!