বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকটি ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আজিজ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সচিব এবং বরিশাল-২ আসনের মনোনয়ন প্রত্যাশী কাজী রওনাকুল ইসলাম টিপু।
এ সময় উপস্থিত ছিলেন বামরাইল ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি মোঃ আব্দুল হালিম মাষ্টার, শিকারপুর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম সাত্তার মল্লিক, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোঃ রাকিব সিকদার, উপজেলা যুবদল নেতা মোঃ আব্দুস ছালাম হাওলাদার, বামরাইল ইউনিয়ন বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জালিস সরদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম খান লিমন, শেরে বাংলা ডিগ্রী কলেজের ছাত্রদলের সাবেক সভাপতি কাজী মাহবুব ইসলাম ধলু, যুবদল নেতা মোঃ তাওহীদ বীন লাবিদ, শ্রমিক দলের ১নং যুগ্ম আহ্বায়ক মোঃ খোকন ডাকুয়া, শের ই বাংলা ডিগ্রী কলেজের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আহসান জুয়েল, শিকারপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ রায়হান শরীফ রুমি, বামরাইল ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ সুমন হাওলাদার, শিকারপুর ইউনিয়ন যুবদল নেতা মোঃ মহসিন হাওলাদারসহ বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
বৈঠকে অংশগ্রহণকারীরা দেশের রাষ্ট্র কাঠামোর উন্নয়ন ও দলের কর্মসূচি বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
একুশে সংবাদ/ব.প্র/এ.জে