ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ৯নং ওয়ার্ডে দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি সাইফুল ইসলাম আকাশ ও তার পরিবারের নারী সদস্যদের ওপর হামলা চালানোর অভিযোগ রয়েছে। অভিযোগে নাম থাকা ব্যক্তিদের মধ্যে আছেন সোহেল হোসেন শিপন, বাবুল, সম্রাট ও তাদের সহযোগী বলে বলা হয়েছে। ঘটনা ঘটে শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে পক্ষিয়া ৯নং ওয়ার্ডের ব্যাপারী বাড়িতে।
আহতদের পরিবার দাবি করেছেন, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় ক্ষমতার প্রভাব দেখিয়ে মাসিক চাঁদা দাবি ও দখল নিয়ে তারা হয়রানি করছে। সাংবাদিক সাইফুল ইসলাম আকাশের মা খালেদা বেগম জানান, পূর্বে তার স্বামীকেও বারবার আক্রমণ করে হত্যা চেষ্টা করা হয়েছিল; তখনও তারা ন্যায্য বিচার পাননি। গত ৫ আগস্টের পর থেকে আবারও তাদের কাছ থেকে কোটি টাকার মাপে চাঁদা দাবি করা হয়; চাঁদা দিতে অস্বীকার করলে উচ্ছেদ ও হত্যার হুমকি দেয়া হয়।
পরিকল্পিতভাবে করা ওই হামলায় সাইফুল ইসলাম আকাশের ছোট ভাই মো. রায়হানকে বাঁচাতে গিয়ে তাঁর ওপর হামলা চালানো হয়; হামলাকারীরা হকিস্টিক, বেলচা ও বিভিন্ন ধারালো হাতিয়ার ব্যবহার করে বলে অভিযোগ ওঠে। এতে রায়হান মাটিতে লুটিয়ে পড়ে। রায়হানকে ও চেষ্টাকালে রক্ষা করতে গেলে তাদের মা খালেদা বেগম ও মেয়ে সায়মা আফরোজকে মারধর করে ইজ্জতহানির চেষ্টা করা হয়—কিন্তু সায়মা গর্ভবতী থাকা সত্ত্বেও কোনো রেহাই পাননি বলে দাবি করেছেন আক্রান্ত পরিবার। উপস্থিত প্রদক্ষদর্শীরা ঘটনাটি নিশ্চিত করেছেন।
বর্তমানে আহত মো. রায়হান, খালেদা বেগম, সায়মা আফরোজ হাবীবা ও সাইফুল ইসলাম আকাশ বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সিদ্দিকুর রহমান ঘটনাস্থলে পুলিশ পাঠানোর কথা নিশ্চিত করে বলেন, “ঘটনার অভিযোগ পেয়েছি; দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।”
এদিকে বোরহানউদ্দিন প্রেসক্লাবের পক্ষ থেকে এক সংবাদবিজ্ঞপ্তিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে request করা হয়েছে—অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক।
একুশে সংবাদ/ভো.প্র/এ.জে