AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এখন মডেল: পুলিশ সুপার মৌলভীবাজার


Ekushey Sangbad
এহসান বিন মুজাহির, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
০৭:৪৬ পিএম, ২১ সেপ্টেম্বর, ২০২৫

আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এখন মডেল: পুলিশ সুপার মৌলভীবাজার

মৌলভীবাজারের পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন বলেছেন, “এখনও বাংলাদেশের কোনো পাড়া বা মহল্লার কোনো হিন্দু বা মুসলিম যদি একসাথে বসবাস করে, কোনো সমস্যা হলে তারা একে অপরের পাশে দাঁড়ায়, খাবার দেয়, ওষুধ দেয়। কখনও একজন আরেকজনকে ঘৃণা করতে দেখছেন? বিপদে-আপদে একজন মুসলিম সম্প্রদায়ের মানুষের পাশে হিন্দু সম্প্রদায়ের মানুষ গিয়ে দাঁড়াচ্ছেন। 

আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এখন মডেল। তাহলে কেন ‘সংখ্যালঘু’ শব্দটি ব্যবহার করে আমাদের বন্ধনকে আরও দুর্বল করে দেওয়া হচ্ছে। ‘মাইনোরিটি গ্রুপ’ বা ‘সংখ্যালঘু’ এই শব্দগুলো সমাজে বিভেদ তৈরি করে। এগুলো আমাদের অভিধান থেকে মুছে ফেলতে হবে। বাংলাদেশে সবাই সমান। তাহলে কেন কাউকে ‘সংখ্যালঘু’ বলে আলাদা করা হবে? যারা এসব শব্দ ব্যবহার করে, তারা কখনও বাংলাদেশের ভালো চায় না। তারা সবসময় ষড়যন্ত্রের জাল বুনে চলে।”

মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের আয়োজনে রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে শহরের সাইফুর রহমান অডিটোরিয়ামে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এম নাসের রহমান বলেন, “এ বছরের দূর্গাপূজাটা একটু স্পর্শকাতর। ছাত্র জনতার অভ্যুত্থানে এক বছর আগে এক স্বৈরাচারের পতন ঘটেছে। স্বৈরাচারের পতন হলেও স্বৈরাচারের লেজ এখনও নড়াচড়া করছে। বিপুলসংখ্যক নেতাকর্মী পার্শ্ববর্তী দেশে অবস্থান করছে। তারা এই দূর্গাপূজা উৎসবকে হয়তো নিজেদের মোক্ষম সুযোগ হিসেবে নিতে পারে এবং কোনো বিপত্তি সৃষ্টি করার চেষ্টা করতে পারে। সেজন্য দলমত নির্বিশেষে আমাদের সবাইকে সতর্ক থেকে সনাতন ধর্মাবলম্বীদের উৎসব সুষ্ঠুভাবে উদযাপনে সহায়তা করতে হবে।”

সভায় আরও বক্তব্য দেন—জেলা বিএনপির আহবায়ক মো. ফয়জুল করিম ময়ূন, জেলা জামায়াতে ইসলামীর আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলী, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মৌলভীবাজার জেলা সভাপতি এড. সুনীল কুমার দাশ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইয়ামীর আলী, মাওলানা জামিল আহমেদ আনসারি, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য স্বাগত কিশোর দাশ চৌধুরী, এনসিপির মৌলভীবাজার জেলার প্রধান সমন্বয়ক সাহেদ আলম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা সভাপতি আশু রঞ্জন দাশ প্রমুখ।

মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন, “অতীতের যেকোনো সময়ের চেয়ে অধিক সাহসিকতার সঙ্গে সনাতন ধর্মাবলম্বীরা যাতে আনন্দঘন পরিবেশে দূর্গোৎসব পালন করতে পারেন, সে ব্যাপারে বর্তমান সরকার বদ্ধপরিকর। হিন্দু ভাইদের যাতে নিরাপত্তা নিয়ে চিন্তা করতে না হয়, সে বিষয়ে সবধরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তার ক্ষেত্রে কখনও ছাড় দেওয়া হবে না। সবাই তৎপর থাকলে দুষ্কৃতিকারীরা কোনো ক্ষতি করতে পারবে না।”

মতবিনিময় সভায় সদর উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি সার্বজনীন দূর্গাপূজামণ্ডপ কমিটির সভাপতিবৃন্দ তাদের মতামত ব্যক্ত করেন।

 

একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে

Link copied!