শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন কালীগঞ্জ পৌর ও উপজেলা বিএনপি।
রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার তুমলিয়া ইউনিয়নের বর্তুল গ্রামে গাজীপুর জেলা বিএনপি’র আহবায়ক এ.কে.এম. ফজলুল হক মিলনের বাসভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার যৌথ সঞ্চালনায় ছিলেন পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক জীবন চন্দ্র ধর ও সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ আচার্য্য। সভার সভাপতিত্ব করেন পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি প্রদীপ মিত্র ভজন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপি’র আহবায়ক ও সাবেক সাংসদ এ.কে.এম. ফজলুল হক মিলন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক হুমায়ুন কবির মাষ্টার, জেলা বিএনপি’র আহবায়ক সদস্য মো. খায়রুল আহসান মিন্টু, উপজেলা বিএনপি’র আহবায়ক সদস্য আশরাফী হাবিবুল্লাহ, ফরিদ আহম্মেদ মৃধা, পৌর বিএনপি’র আহবায়ক মোহাম্মদ হোসেন আরমান, সদস্য সচিব ইব্রাহীম প্রধান, পৌর সভার সাবেক মেয়র লুৎফর রহমান, সকল ইউনিয়ন বিএনপি’র সভাপতি-সম্পাদক, উপজেলার ৪৩টি মন্দিরের সভাপতি-সম্পাদক এবং হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তিবর্গসহ অন্যান্য অতিথিবৃন্দ।
একুশে সংবাদ/গা.প্র/এ.জে