চট্টগ্রামের বোয়ালখালী সিরাজুল ইসলাম (ডিগ্রি) কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) সকালে কলেজ প্রাঙ্গণে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হেলাল উদ্দীনের সভাপতিত্বে কলেজ ক্যাম্পাস মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব এরশাদ উল্লাহ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: কলেজের বিদ্যোৎসাহী সদস্য মোহাম্মদ শওকত আলম, উপাধ্যক্ষ মোহাম্মদ মোহসীন উদ্দীন, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদিকা শাহেদা বেগম, ভর্তি কমিটির আহ্বায়ক মোহাম্মদ ইব্রাহীম, মোহাম্মদ জয়নাল আবেদীন, মো. মোরশেদ আনোয়ার, বোয়ালখালী পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুল্লাহ চৌধুরী, আবুল হাসেম, পৌরসভা বিএনপির ৬নং ওয়ার্ডের সাবেক সভাপতি আবু আকতার এবং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরানুল হক জিকু প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী অধ্যাপক রাজেন্দ্র লাল দে, প্রভাষক দিলুয়ারা বেগম এ্যানি ও প্রভাষক টুম্পা সেন।
আলহাজ্ব এরশাদ উল্লাহ অনুষ্ঠানে বলেন, “প্রতিটি শিক্ষার্থীকে জীবনে সফল হতে হলে তিনটি জিনিস ধারণ করতে হবে—স্বপ্ন দেখার সাহস, পরিকল্পনা করার দক্ষতা এবং অবিচল অধ্যবসায়।”
অনুষ্ঠানের সার্বিক শৃঙ্খলা রক্ষা এবং স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন কলেজ রোভার স্কাউট টিম এবং যুব রেড ক্রিসেন্ট।
একুশে সংবাদ/চ.প্র/এ.জে