অবরুদ্ধ গাজা শহরে ইসরায়েলের টানা বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৫১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু, সাংবাদিক ও সাধারণ মানুষ রয়েছেন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, সোমবার সন্ধ্যায় ইসরায়েলি বাহিনী শহরের অন্যতম উঁচু ভবন আল-ঘাফরি হাইরাইজ ধ্বংস করে দেয়। এ ঘটনায় বহু পরিবার গৃহহীন হয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে শহর ছাড়তে বাধ্য হয়েছে।
জাতিসংঘের ফিলিস্তিনবিষয়ক বিশেষ র্যাপোর্টার ফ্রান্সেসকা আলবানিজে অভিযোগ করেছেন, ফিলিস্তিনিদের জোর করে উৎখাত করতে ইসরায়েল অপ্রচলিত অস্ত্র ব্যবহার করছে।
ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, গত কয়েক সপ্তাহে প্রায় ৫০টি বহুতল ভবন ধ্বংস হয়েছে। শুধু জায়তুন এলাকায় আগস্ট থেকে এক হাজার ৫০০’র বেশি ঘরবাড়ি মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে।
সর্বশেষ হামলায় নিহতদের মধ্যে ছয় বছর বয়সী যমজ শিশু রয়েছে। এছাড়া তিনজন সাংবাদিকও প্রাণ হারিয়েছেন— প্রতিবেদক মোহাম্মদ আল-কুইফি, ফটোগ্রাফার আইমান হানিয়ে এবং সাংবাদিক ইমান আল-জামিলি। শুধু চলমান যুদ্ধেই প্রায় ২৮০ জন গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন, যা সাংবাদিকদের জন্য সবচেয়ে প্রাণঘাতী সংঘাত হিসেবে বিবেচিত হচ্ছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ৬৪ হাজার ৯০৫ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন এক লাখ ৬৪ হাজারেরও বেশি মানুষ। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মরদেহ চাপা পড়ে আছে।
একুশে সংবাদ/এ.জে