AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বর্ণাঢ্য আয়োজনে পবিপ্রবির তাপসী রাবেয়া হলে নবীনবরণ উৎসব


Ekushey Sangbad
দুমকি প্রতিনিধি,পটুয়াখালী
০৮:২৩ পিএম, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

বর্ণাঢ্য আয়োজনে পবিপ্রবির তাপসী রাবেয়া হলে নবীনবরণ উৎসব

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ঐতিহ্যবাহী তাপসী রাবেয়া হলে রবিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফুলেল শুভেচ্ছা, উচ্ছ্বাস ও সাংস্কৃতিক আবেগে মুখর হয়ে ওঠে পুরো হল প্রাঙ্গণ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন ইএসডিএম অনুষদের ছাত্রী উমাইয়া তাসদিদ। গীতা পাঠ করেন কৃষি অনুষদের তুলি রানি বিথী। হামদে বারী তায়ালা পরিবেশন করেন এফবিএ অনুষদের ইসরাত জাহান ও উমাইয়া তাসদিদ। আবৃত্তিতে অংশ নেন ইরিন জামান জেবা, রাইতানা খালেদ রিচি, আশা মনি, মাহিনুর বেগম, সাবিনা আক্তার, রাবিনা আহমেদ ও তুলি রানি। সংগীত পরিবেশন করেন সিএসই অনুষদের স্বপ্না সরকার, কৃষি অনুষদের মেহনাজ হান্নানসহ দলীয় কণ্ঠশিল্পীরা। নৃত্য পরিবেশন করেন মালিহা রেজা উর্বি, ঐশী, ইবাদি, ইসরাত জাহান রাহিম, জেমিমা বিন্তে রশিদ, আসমা খাতুন ও ইসরাত জাহান, যা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

উৎসবমুখর এ আয়োজনে নবীনদের হাসি-আনন্দে মিলনোৎসবের আবহ ছড়িয়ে পড়ে সর্বত্র। নবীনদের উল্লাসে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন। তিনি বলেন, “নবীনদের প্রাণবন্ত আগমন আমাদের বিশ্ববিদ্যালয় পরিবারকে সমৃদ্ধ করেছে। শৃঙ্খলা, অধ্যবসায় ও ইতিবাচক চিন্তার মাধ্যমে তোমরা পবিপ্রবিকে গৌরবের শিখরে পৌঁছে দেবে—এমনটাই আমাদের প্রত্যাশা।”

কোষাধ্যক্ষ প্রফেসর মো. আবদুল লতিফ বলেন, “শিক্ষার লক্ষ্য শুধুমাত্র ডিগ্রি অর্জন নয়, বরং প্রকৃত মানুষ হয়ে ওঠা। তোমাদের প্রতিটি স্বপ্নই হোক নৈতিকতায় আলোকিত ও সমাজ উন্নয়নে নিবেদিত।”

প্রধান অতিথি, বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম নবীনদের উদ্দেশে বলেন, “আজকের পদার্পণ বিশ্ববিদ্যালয় জীবনের সূচনা নয়, বরং নতুন দিগন্তের দ্বার উন্মোচন। জ্ঞানের মহাসাগরে প্রতিটি পদক্ষেপ হোক সত্য, সুন্দর ও মঙ্গলের পথে। পাঠ্যপুস্তকের পাশাপাশি মানবিকতা, সততা, দেশপ্রেম ও দায়িত্ববোধ অর্জন করতে হবে। একদিন তোমরাই আলোকিত সমাজের স্থপতি হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রন্থাগারিক ও রিজেন্ট বোর্ড সদস্য প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান, কেরামত আলী হলের প্রভোস্ট শেখ আব্দুল্লাহ আল মামুন, বেসিক সায়েন্স বিভাগের প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ, কবি সুফিয়া কামাল হলের প্রভোস্ট প্রফেসর ড. মেহেদী হাসান সিকদারসহ বিভিন্ন অনুষদের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

সভাপতিত্ব করেন তাপসী রাবেয়া হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ আসাদুল হক। আলোচনা পর্ব শেষে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের পরিবেশনায় গান, কবিতা ও নৃত্যের মূর্ছনায় ভরে ওঠে পুরো পরিবেশ।

ফুলেল শুভেচ্ছা, সাংস্কৃতিক আবেগ ও মিলনোৎসবের রঙে স্মরণীয় হয়ে রইল পবিপ্রবির তাপসী রাবেয়া হলের নবীনবরণ অনুষ্ঠান।

 

একুশে সংবাদ/প.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!