পটুয়াখালীর বাউফল সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এইচএসসি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় বাউফল সরকারি কলেজ অডিটরিয়ামে শিক্ষা উপকরণ ও ফুটন্ত লাল গোলাপ ফুলের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়।
বাউফল সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ আবুল বশার তালুকদারের সভাপতিত্বে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কলেজ শাখা ছাত্রদলের সহ-সভাপতি ইপ্তেকার রসুল সাইমুন ও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মূনইমুল ইসলাম মিরাজ।
এসময় শিক্ষার্থীদের পাশে থেকে সুন্দর ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার আশ্বাস দেন বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসতিয়াক রসুল সোয়েব।
একুশে সংবাদ/প.প্র/এ.জে