AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কাতারে আর হামলা করবে না ইসরায়েল: ট্রাম্প


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৯:১৫ এএম, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

কাতারে আর হামলা করবে না ইসরায়েল: ট্রাম্প

গাজা সংঘাতের মধ্যস্থতাকারী দেশ কাতারে আর হামলা চালাবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ভবিষ্যতে কাতারের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নেবেন না।

সোমবার (১৫ সেপ্টেম্বর) ওয়াশিংটনের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ট্রাম্প বলেন, “নেতানিয়াহু আর কাতারে হামলার নির্দেশ দেবেন না। কাতার আমাদের ঘনিষ্ঠ মিত্র। এখন থেকে তিনি কাতারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবেন।”

এর আগে গত ৮ সেপ্টেম্বর দোহায় হামাসের নেতাদের লক্ষ্য করে ইসরায়েল বিমান হামলা চালায়। ওই অভিযানে হামাস-সংশ্লিষ্ট পাঁচজনসহ ছয়জন নিহত হলেও গোষ্ঠীটির শীর্ষ নেতা খলিল আল হায়া বেঁচে যান। এ হামলার পর বিশ্বব্যাপী নিন্দা ঝড়ে।

তবে এ ঘটনাকে ঘিরে ভিন্নতর বার্তা দেয় যুক্তরাষ্ট্র। ৯ সেপ্টেম্বর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানান, আসন্ন হামলার বিষয়ে কাতারকে আগেই সতর্ক করা হয়েছিল এবং নেতানিয়াহু শান্তি স্থাপনের ইচ্ছা ব্যক্ত করেছিলেন। কিন্তু সোমবার সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প বলেন, “না, তারা আমাকে আগে কিছু জানায়নি। আপনারা যেভাবে খবর পেয়েছেন, আমিও সেভাবেই জেনেছি।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!