জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে সরকার। সোমবার (১৫ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিশনের মেয়াদ আগামী ১৫ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ।
এর আগে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সাত সদস্যের এই কমিশন গত ১২ ফেব্রুয়ারি গঠন করা হয়। শুরুতে তাদের ছয় মাস সময় দেওয়া হলেও, কাজ শেষ না হওয়ায় প্রথম দফায় মেয়াদ বাড়িয়ে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়। দ্বিতীয় দফায় তা আরও এক মাস বাড়ানো হলো।
একুশে সংবাদ/এ.জে