AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রায়গঞ্জে মহাসড়কে দুর্ঘটনা এড়াতে আলোচনা সভা



রায়গঞ্জে মহাসড়কে দুর্ঘটনা এড়াতে আলোচনা সভা

সিরাজগঞ্জের রায়গঞ্জের ঢাকা-বগুড়া মহাসড়কের ভুঁইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে প্রতিনিয়ত ঘটে যাওয়া দুর্ঘটনা এড়াতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন সড়ক ও জনপদ বিভাগের (সাসেক প্রকল্প-২) উপ-প্রকল্প ব্যবস্থাপক সরফরাজ হোসাইন, ঠিকাদারি প্রতিষ্ঠান আব্দুল মোনায়েম লিমিটেডের প্রকল্প পরিচালক রেজাউল করিম, ভুঁইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম নেজামুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর আবুল কালাম বিশ্বাস, সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম, যুবদল নেতা হান্নান চৌধুরী, শিক্ষক, ছাত্র প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, মানবাধিকার কর্মী, স্বেচ্ছাসেবী ও শ্রমিক নেতৃবৃন্দসহ সচেতন মহলের অনেকে।

আলোচনা সভায় সড়ক ও জনপদ বিভাগের ওই কর্মকর্তা ঢাকা-বগুড়া মহাসড়কের জনগুরুত্বপূর্ণ ভুঁইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পাশের রাস্তা খুলে দেওয়া, রাস্তার পাশের বৃক্ষ অপসারণ এবং রোড ডিভাইডার নির্মাণের আশ্বাস দেন।

এ সময় সড়ক ও জনপদ বিভাগ (সাসেক প্রকল্প-২)-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ভুঁইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা-কর্মচারী, ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় সচেতন মহল উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/সি.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!