AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁপাইনবাবগঞ্জে ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত


Ekushey Sangbad
আব্দুল ওয়াহাব, চাঁপাইনবাবগঞ্জ
০১:৪৪ পিএম, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ক্যান্সার বিষয়ক শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারের আয়োজন করেছে ডাইসিন গ্রুপ, ইউনেস্কোর সহযোগিতায়।

সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোলাহাট উপজেলার পল্লীমঙ্গল ইন্সটিটিউট অফ সাইন্স এন্ড টেকনোলজি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে ক্যান্সার সচেতনতা বিষয়ক বিভিন্ন আলোচনা অনুষ্ঠিত হয়। ডাইসিন গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মো. মিজানুর রহমানের তত্বাবধানে প্রধান বক্তারা ক্যান্সার প্রতিরোধ ও সচেতনতার গুরুত্ব তুলে ধরেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের সহযোগী প্রফেসর ডা মুশতাক ইবনে আইয়ুব, প্রফেসর ড. সাবিনা ইয়াসমিন ও প্রভাষক কানিজ ফাতেমা অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন। বক্তারা জানান, “ক্যান্সার কোনো অপ্রতিরোধ্য রোগ নয়; সচেতন থাকলে তা অতিদ্রুত প্রতিরোধ করা সম্ভব।”

সেমিনারে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষার্থীসহ ডাইসিন গ্রুপের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আয়োজনের মাধ্যমে দেশের জনগণকে ব্রেস্ট ক্যান্সার ও অন্যান্য ক্যান্সার প্রতিরোধে সচেতন করার উদ্দেশ্য নিয়েছে ডাইসিন গ্রুপ।

 

একুশে সংবাদ/চাঁ.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!