AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত পরিবারের খোঁজ নিল দুমকি উপজেলা বিএনপি


Ekushey Sangbad
দুমকি প্রতিনিধি,পটুয়াখালী
০৬:৪৮ পিএম, ১০ সেপ্টেম্বর, ২০২৫

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত পরিবারের খোঁজ নিল দুমকি উপজেলা বিএনপি

সাভারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত পরিবারের খোঁজখবর নিতে পটুয়াখালীর দুমকি উপজেলা বিএনপির নেতারা বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নিহতদের বাড়িতে যান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা, সিনিয়র যুগ্ম সম্পাদক জাহিদুল হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক জসিম উদ্দিন হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ আলম মৃধা, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জাহিদ খান, আঙ্গারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মুহিবুল্লাহ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সহিদুল ইসলাম সহিদ সরদার, আঙ্গারিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি দেলোয়ার হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

তারা নিহতদের কবর জিয়ারত করেন, আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি সব সময় পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান বলেন, “এমন মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। বিএনপির পক্ষ থেকে এই পরিবারের পাশে থাকার চেষ্টা করা হবে।”

প্রসঙ্গত, গত ২৮ আগস্ট সকালে সাভারের আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম এলাকার ভাড়া বাসায় রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হন জলিশা গ্রামের ইমরান মল্লিকের স্ত্রী রোকেয়া বেগম (২৬) ও তাঁদের দুই সন্তান রেদোয়ান (৩) এবং খাদিজা (৭)। পরদিন চিকিৎসাধীন অবস্থায় রোকেয়া ও রেদোয়ান মারা যান। সর্বশেষ গত শনিবার (৬ সেপ্টেম্বর) বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় খাদিজা।

 


একুশে সংবাদ/প.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!