“সুস্থ জীবন পেতে হলে মাদককে না বলতে হবে। সময়কে গুরুত্ব দিতে হবে। প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করতে হবে। মোবাইল, মাদক ও খারাপ বন্ধুত্ব থেকে দূরে থাকতে হবে।” —এমন পরামর্শ দিয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।
আজ বুধবার সকালে পটুয়াখালী শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘স্বপ্ন দেখো, জীবন গড়ো’ স্লোগানে আয়োজিত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের অন্যান্য জেলার মতো পটুয়াখালীতেও এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সম্মাননা জানায় প্রথম আলো ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’।
সকাল ৯টা থেকে শিল্পকলা একাডেমি চত্বর মুখর হয়ে ওঠে শিক্ষার্থীদের পদচারণায়। নাচ-গান, হাসি-আনন্দে সংবর্ধনা অনুষ্ঠান রূপ নেয় প্রাণবন্ত উৎসবে। শতাধিক শিক্ষার্থী ছাড়াও অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এতে অংশ নেন।
জাতীয় সংগীতের মধ্য দিয়ে মূল পর্ব শুরু হয় সকাল ১০টায়। এরপর রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রথম আলোর পটুয়াখালী জেলা প্রতিনিধি বিলাস দাস। তিনি প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের লিখিত বক্তব্য পাঠ করেন।
অভিভাবক সাথী আক্তার বলেন, “প্রথম আলো আমাদের কাছে প্রেরণার নাম। কৃতী শিক্ষার্থীদের জন্য এমন আয়োজন সত্যিই অনুপ্রেরণাদায়ক।”
অনুষ্ঠানে অতিথিদের বক্তব্যের পাশাপাশি চলে সাংস্কৃতিক পরিবেশনা। পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অরিত্রি চক্রবর্তী ও নওরিন জাহান জুঁই, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের অহিদুল সংগীত পরিবেশন করেন। স্থানীয় শিল্পীরা পরিবেশন করেন নৃত্য।
এ সময় শিক্ষার্থীদের ‘মাদক, মিথ্যা ও মুখস্থকে না বলার’ শপথ করান প্রথম আলোর জলবায়ু প্রকল্প ব্যবস্থাপক খলিলউল্লাহ্।
অনুভূতি প্রকাশ করেন কৃতী শিক্ষার্থী তানিসা তারান্ন (পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়) ও জোয়ারের আহমেদ (পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়)। পরে অনুষ্ঠিত হয় অনলাইন কুইজ প্রতিযোগিতা, যেখানে বিজয়ী ১০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পবিপ্রবির উপাচার্যের একান্ত সচিব ও সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ ইকবাল হোসেন, বিভিন্ন কলেজ ও বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক এবং প্রথম আলো বন্ধুসভার সদস্যরা।
একুশে সংবাদ/প.প্র/এ.জে