সিরাজগঞ্জের রায়গঞ্জে রিয়া অটো রাইস মিলের পরিবেশগত ছাড়পত্র বাতিল এবং ফসলি জমিতে পুকুর খনন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন পরিষদ চত্বরে ভুক্তভোগী কৃষক ও এলাকাবাসী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে চান্দাইকোনা ইউনিয়ন কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মো. রুবেল হোসেন সরকারের সঞ্চালনায় বক্তব্য দেন ক্ষতিগ্রস্ত কৃষক এস. এম. সোহাগ সরকার।
তিনি অভিযোগ করে বলেন, “এ বিষয়ে আমরা ভুক্তভোগীরা তিন বছর ধরে বিভিন্ন স্থানে অভিযোগ করে আসছি। কিন্তু প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরকে ম্যানেজ করে মিল কর্তৃপক্ষ অবৈধভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অথচ আইন অনুযায়ী জনবসতিপূর্ণ এলাকায় রাইস মিল স্থাপন সম্পূর্ণ নিষিদ্ধ। তারপরও উপজেলা প্রশাসন শুনানির নামে নাটক চালাচ্ছে।”
বক্তারা অবিলম্বে রিয়া অটো রাইস মিল বন্ধ ও ফসলি জমি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধন শেষে প্রায় শতাধিক নারী-পুরুষ মিলটি বন্ধ ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ মিছিল করেন।
একুশে সংবাদ/সি.প্র/এ.জে