বাল্যবিবাহ ও ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নাটক “একটি ফুলের মৃত্যু” মঞ্চায়িত হয়েছে কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে মিতালী সাহিত্য সংসদের আয়োজনে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় নাটকটি মঞ্চস্থ হয়।
নাটকের রচনা ও পরিচালনা করেছেন কবি, সাহিত্যিক ও গীতিকার মিতুল সাইফ। এতে ডেঙ্গুর প্রকোপ ও বাল্যবিবাহের ভয়াবহতা তুলে ধরা হয়। নাটকে দেখা যায়, অসচেতনতার কারণে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মানুষের মৃত্যু ঘটে হঠাৎ করেই; অন্যদিকে বাল্যবিবাহের কারণে অনেক ছাত্রী লেখাপড়া থেকে ঝরে পড়ছে, এমনকি অকাল মৃত্যুর শিকার হচ্ছে।
ফুল চরিত্রে অভিনয় করেছেন সুমাইয়া খাতুন। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন মিতুল সাইফ (পিতা), বুলবুলি খাতুন (মা), অসিত ঘোষ (ডাক্তার) এবং জাহিদ হাসান শোভন, মহিউল হাসনাত, নিলয় রায় ও সাদিয়া স্নিগ্ধা।
মিতুল সাইফ জানান, গেল বছর ঝিনাইদহ জেলায় বাল্যবিবাহের শিকার হয়ে ২১৩ জন মেয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি—এ তথ্য তাকে গভীরভাবে নাড়া দেয়। পাশাপাশি ডেঙ্গুতে প্রতিদিন মানুষের মৃত্যু ঘটছে। তাই সচেতনতা সৃষ্টির জন্য বালিকা বিদ্যালয়কে ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়, যাতে একসঙ্গে প্রায় ১,২০০ শিক্ষার্থীকে বার্তা পৌঁছানো যায়।
মঞ্চায়নের সময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবকসহ প্রায় ১২শ’ ছাত্রী উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/ঝি.প্র/এ.জে