নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে পটুয়াখালীর দুমকিতে তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ শেষে ১৬ জন নারী উদ্যোক্তার মধ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)-এর সহযোগিতায় এবং পল্লী সেবা সংঘ (পিএসএস)-এর বাস্তবায়নে বুধবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় পল্লী সেবা সংঘ অডিটোরিয়ামে এই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী সেবা সংঘের সভাপতি ও সরকারি জনতা কলেজের অধ্যাপক শহিদুল ইসলাম। সঞ্চালনা করেন পল্লী সেবা সংঘের পরিচালক হোসাইন আহমদ কবির হাওলাদার। প্রধান অতিথি ছিলেন দুমকি উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন ও উপজেলা সমাজসেবা অফিসার মোঃ অলিউল ইসলাম।
অনুষ্ঠানে প্রশিক্ষক ঝর্ণা আক্তারসহ লেবুখালী ও শ্রীরামপুর ইউনিয়নের প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তারা বক্তব্য দেন। উদ্যোক্তাদের মধ্যে পপি আক্তার ও আয়সা আক্তার তাদের অভিজ্ঞতা শেয়ার করেন।
একুশে সংবাদ/প.প্র/এ.জে