AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফটিকছড়িতে স্কুল শিক্ষককে মারধর, আওয়ামী লীগ নেতা গ্রেফতার


Ekushey Sangbad
আসগর সালেহী, চট্টগ্রাম
০৯:৫১ পিএম, ১২ আগস্ট, ২০২৫

ফটিকছড়িতে স্কুল শিক্ষককে মারধর, আওয়ামী লীগ নেতা গ্রেফতার

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক সুনব বড়ুয়াসহ দুই শিক্ষককে মারধরের অভিযোগে প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা চৌধুরী রাশেদুল আবেদীন মাহমুদকে পুলিশ Monday (১২ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে আটক করেছে। বিদ্যালয় ক্যাম্পাসে এই ঘটনা ঘটে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী ও ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছান।

ফটিকছড়ি থানার সাব-ইন্সপেক্টর (এসআই) রাজ্জাক জানান, বিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে প্রধান শিক্ষক ও রাশেদুল আবেদীনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায় তিনি প্রধান শিক্ষককে কিল-ঘুষি মেরে আহত করেন। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন এবং বলেছেন, শিক্ষককে মারধর কোন ভাবেই গ্রহণযোগ্য নয়। প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য হোক বা অন্য কেউ, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না; অভিযোগ থাকলে প্রশাসনের মাধ্যমে সমাধান করতে হবে।

ইউএনও মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছি। অভিযুক্ত ব্যক্তি শুধু প্রধান শিক্ষককেই নয়, আরও একজন শিক্ষকের ওপর হামলা চালান। স্থানীয় চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়। এ ধরনের হামলা ফৌজদারি অপরাধ, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

একুশে সংবাদ/চ.প্র/এ.জে

Link copied!