ময়মনসিংহের ভালুকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। একই সঙ্গে মামলার বাদী মোছাঃ ছাহেরা খাতুনকে প্রাণ নাশের হুমকিরও অভিযোগ পাওয়া গেছে।
কাচিনা ইউনিয়নের বাটাজোর মুচিরা মৌজাস্থ বিআরএস ১০৬০ খতিয়ান ১১১২৭ নং দাগে ২৫ শতক জমি নিয়ে মোছাঃ ছাহেরা খাতুন ও রিমা আক্তারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মামলার নিষেধাজ্ঞা সত্ত্বেও স্থানীয় প্রভাবশালী নেতা মিলনের সঙ্গেই সহযোগিতায় রিমা আক্তার ওই জমিতে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন ছাহেরা খাতুন।
রিমা আক্তারের বক্তব্য নেওয়ার জন্য যোগাযোগের চেষ্টা করা হলেও তার স্বামী আবদুল খালেক কথা বলতে দেয়নি।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, অভিযোগ পেয়েছি। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
একুশে সংবাদ/ম.প্র/এ.জে