কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ভূমি অফিসসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে তিনি উলিপুর ভূমি অফিস, উলিপুর কাছারি পার্ক (মহারানী স্বর্ণময়ী সরোব) এবং ডিজিটাল ভূমি সেবা কেন্দ্র ‘মৈত্রী কম্পিউটার অ্যান্ড অনলাইন’ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিদর্শনের সময় জেলা প্রশাসক কাছারি পার্কের সৌন্দর্যবর্ধন ও উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে স্থানীয়দের অবহিত করেন। তিনি জানান, জনসাধারণের জন্য উন্মুক্ত এই স্থানটিকে আরও মনোরম ও ব্যবহার উপযোগী করে গড়ে তোলা হবে।
একুশে সংবাদ/কু.প্র/এ.জে