AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে

মান্দায় বিএনপি’র বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ সফল করায় সভাপতি-সম্পাদকের কৃতজ্ঞতা প্রকাশ



মান্দায় বিএনপি’র বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ সফল করায় সভাপতি-সম্পাদকের কৃতজ্ঞতা প্রকাশ

ঐতিহাসিক ৫ আগস্ট ফ্যাসিবাদবিরোধী ছাত্র গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে কেন্দ্রীয় বিএনপির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নওগাঁর মান্দা উপজেলা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

কর্মসূচির সফল বাস্তবায়নে স্থানীয় নেতাকর্মীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি এম.এ মতীন এবং সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম চৌধুরী (বাবুল)।

গত ৫ আগস্ট (মঙ্গলবার) সকাল ১১টায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল সহকারে নেতাকর্মীরা কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হন। সেখান থেকে একটি বিশাল বিজয় মিছিল উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রসাদপুর বাজারের চারমাথা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক এম.এ মতীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম বাদল।

এতে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, উপজেলা বিএনপির সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, এ.কে.এম নাজমুল হক নাজু, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী (বাবুল), সদস্য ডা. ইকরামুল বারী টিপু, উপজেলা যুবদলের আহ্বায়ক নূরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, কৃষক দলের আহ্বায়ক এমদাদুল হক সুলতান, ছাত্রদলের আহ্বায়ক সাহিদুজ্জামান সালেকসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

সমাবেশে বক্তারা বলেন, “৫ আগস্ট একটি ঐতিহাসিক দিন। এই দিনে ছাত্র-জনতা একত্র হয়ে স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছিল। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সেই চেতনায় উজ্জীবিত হয়ে আমাদের গণতন্ত্র রক্ষার আন্দোলন চালিয়ে যেতে হবে।”

সভাপতি এম.এ মতীন বলেন, “জুলাই-আগস্টের চেতনাকে অবমাননা করে কেউ রাজনীতি করতে পারবে না। যারা গণতন্ত্র ও স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদের বিচার একদিন হবেই। গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে।” তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেন, “জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। আপনারা যদি জনপ্রিয় হন, তাহলে সুষ্ঠু নির্বাচনে আসুন—জনগণের রায় গ্রহণ করুন।”

পরে দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি দেশের শান্তি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।

অপরদিকে, এক যৌথ বিবৃতিতে উপজেলা বিএনপির সভাপতি এম.এ মতীন ও সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম চৌধুরী (বাবুল) বলেন, “উপজেলার প্রতিটি ইউনিয়নের নেতাকর্মী ও সমর্থকদের সক্রিয় অংশগ্রহণে এ কর্মসূচি সফল হয়েছে। ভবিষ্যতেও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকব।”
বিবৃতিতে তাঁরা সাংবাদিক, শুভানুধ্যায়ী ও সমর্থকদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা জানান।

 

একুশে সংবাদ/ন.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!