AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৬ আগস্ট, ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সরাইলে মোস্তফা কামাল ও শিশু ময়না হত্যার বিচারের দাবিতে মানববন্ধন



সরাইলে মোস্তফা কামাল ও শিশু ময়না হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক ব্যবসায়ী ও এক শিশুকে নির্মমভাবে হত্যার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে সরাইল উপজেলায় সামাজিক অবক্ষয়, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

“আমরা সবাই জোটবাদী, মাদকমুক্ত সমাজ গড়ি”—এই স্লোগানে বুধবার (৬ আগস্ট) বেলা ১১টায় সরাইল উপজেলার কালীকচ্ছ শহীদ মিনার চত্বরে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সরাইল উপজেলা সংসদ ও হৃদয়ে আলোকিত সরাইল-এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা কালীকচ্ছের ব্যবসায়ী মোস্তফা কামাল ও শাহবাজপুরের ৯ বছরের শিশু ময়নার নৃশংস হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

মানববন্ধনে বক্তব্য দেন নিহত মোস্তফা কামালের ভাই আবু বক্কর, কালিকচ্ছ উল্লাসকর দত্ত স্মৃতি পরিষদের আহ্বায়ক আহমেদ হোসেন, উদীচী সরাইল উপজেলা শাখার সভাপতি মোজাম্মেল পাঠান, যুগ্ম আহ্বায়ক প্রফেসর দুলাল, বিএনপি সহ-সভাপতি আবুল কাশেম, কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান আবু সায়েদ, হৃদয়ে আলোকিত সরাইলের অন্যতম সদস্য কাজী জিয়াউল রেজভী, উদীচী ব্রাহ্মণবাড়িয়া জেলা সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, জেলা সভাপতি জহিরুল ইসলাম স্বপনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, “ময়না আমাদের সন্তানের মতো, মোস্তফা কামাল আমাদের ভাই। তারা ভিনগ্রহের কেউ নয়। অথচ খুনিরা একের পর এক অপরাধ করে যাচ্ছে, প্রশাসন নীরব ভূমিকা পালন করছে।”

তারা আইনজীবীদের প্রতি আহ্বান জানান, “আপনারা অনুগ্রহ করে খুনিদের পক্ষে দাঁড়াবেন না। সমাজের স্বার্থে, ন্যায়বিচারের স্বার্থে এই নির্মম হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে।”

বক্তারা সরাইল উপজেলাকে সন্ত্রাস ও মাদকমুক্ত রাখতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং দুই হত্যাকাণ্ডের দোষীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি—মৃত্যুদণ্ড নিশ্চিত করার দাবি জানান।

 

একুশে সংবাদ/ব্রা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!