AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে তিতাসে এনসিপির বিজয় র‌্যালি


Ekushey Sangbad
সাকিব হোসেইন, তিতাস, কুমিল্লা
০৩:২৮ পিএম, ৫ আগস্ট, ২০২৫

গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে তিতাসে এনসিপির বিজয় র‌্যালি

গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ‘৩৬ শে জুলাই ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে খুনি হাসিনার ফ্যাসিবাদের কবল থেকে জাতীয় মুক্তি’ শীর্ষক ব্যানারে কুমিল্লার তিতাসে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর বিজয় র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে একটি বিশাল বিজয় র‌্যালি বের হয়ে গৌরিপুর-হোমনা আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে কড়িকান্দি বাজারে গিয়ে পথসভায় মিলিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক সাঈদ আহমেদ সরকার, যুগ্ম সমন্বয়ক মোহাম্মদ লুৎফর রহমান, মামুনুর রশিদ, সদস্য রুহুল আমিন সরকার, উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আশরাফ অভিক, সাবেক সদস্য সচিব আবু সাঈদ আসিফ, সাবেক যুগ্ম আহ্বায়ক মেহেদী মুরাদ পাবেল প্রমুখ।

বক্তারা বলেন, “বিগত স্বৈরাচারী সরকারের শাসনে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র চরম হুমকির মুখে ছিল। তাই দেশের মানুষ এই স্বৈরাচারী শাসন চাইনি এবং আজ আমরা স্বাধীনতা অর্জন করেছি। নতুন প্রজন্মের নেতৃত্বে আসছে গণঅভ্যুত্থান, যা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের প্রথম বিজয়।”

এসময় উপজেলা এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/কু.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!