AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পীরগঞ্জে শিক্ষার্থী ও কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ



পীরগঞ্জে শিক্ষার্থী ও কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২০২৪-২৫ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় শিক্ষার্থী ও কৃষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়েছে।

বুধবার ও বৃহস্পতিবার পীরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে প্রায় ১,৫০০ জন শিক্ষার্থীর মাঝে দেশীয় ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। প্রত্যেক শিক্ষার্থীকে নিম, জাম, বেল ও কাঁঠাল—এই চার প্রকার গাছের একটি করে মোট চারটি চারা দেওয়া হয়।

এছাড়াও ১২৫ জন কৃষকের মাঝে উন্নত জাতের আমের চারা বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ৫টি করে আমের চারা প্রদান করা হয়, যা ভবিষ্যতে বাণিজ্যিকভাবে ফল উৎপাদনে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এন এম ইশফাকুল কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান, কৃষি কর্মকর্তা নিহারঞ্জন রায়, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইসরাত জাহান লিমা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রহিম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোফাজুল হক, এবং স্থানীয় কৃষি সংগঠনের পক্ষে পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা ও সহ-সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন।

উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান বলেন, “এই চারা বিতরণের উদ্দেশ্য শুধু ফল উৎপাদন নয়, বরং পরিবেশ রক্ষা, ছায়া সৃষ্টি ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করা।” তিনি আরও জানান, ভবিষ্যতে আরও বড় পরিসরে কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন কৃষক ও শিক্ষার্থীরা। তারা মনে করেন, নিয়মিত এ ধরনের প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সবুজায়ন ও কৃষি উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

 

একুশে সংবাদ/ঠা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!