নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ৭০ পিস ইয়াবাসহ তিনজন মাদকসেবীকে আটক করেছে কেন্দুয়া থানার পেমই তদন্ত কেন্দ্রের পুলিশ।শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যার পর তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেন পেমই তদন্ত কেন্দ্রের এসআই মো. শফিউল আলম।
আটককৃতরা হলেন—রোয়াইলবাড়ি ইউনিয়নের পুরানবাড়ি গ্রামের সুলতান উদ্দিনের ছেলে এনামুল হক, আমতলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে মাহবুব এবং মাসকা ইউনিয়নের জয়কা গ্রামের মল্লিক আকন্দের ছেলে আহাদ।
স্থানীয় ইউপি সদস্য কাজল মিয়া ও একাধিক ব্যক্তি জানান, এনামুলসহ আটককৃতরা কেবল মাদক ব্যবসার সঙ্গে নয়, মাদক সেবনেও জড়িত। এছাড়া, এলাকায় একাধিক চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও তারা জড়িত বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে এসআই শফিউল আলম জানান, এনামুলের দেওয়া তথ্যের ভিত্তিতে বাকিদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং শনিবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
একুশে সংবাদ/নে.প্র/এ.জে