AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আপনাদের সন্তানদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে- মশিউর রহমান


Ekushey Sangbad
মনিরুল ইসলাম, শালিখা, মাগুরা
০৩:৩৫ পিএম, ২৪ জুলাই, ২০২৫

আপনাদের সন্তানদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে- মশিউর রহমান

মাগুরার শালিখা উপজেলায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন (এসইডিপি)-এর উদ্যোগে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে আয়োজিত এ অনুষ্ঠানে এসএসসি, এইচএসসি, দাখিল ও আলিম পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়।
এ বছর এসএসসি পরীক্ষায় ১৭ জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে এবং এইচএসসি পরীক্ষায় ১৫ জন শিক্ষার্থীকে ২৫ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বনি আমিন।
প্রধান অতিথির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, ঢাকা’র সহকারী পরিচালক মুহাম্মদ মশিউর রহমান বলেন: "আপনাদের সন্তানদের সঠিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।
শিক্ষকদের সম্মান করতে শিখাতে হবে, কারণ পিতা-মাতার পরেই শিক্ষকরাই মানুষ গড়ার মহান দায়িত্ব পালন করেন। আমরা এমন শিক্ষা চাই না, যে শিক্ষা শিক্ষকদের মর্যাদা দিতে জানে না।"

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন— “ভবিষ্যতের নেতৃত্ব গড়তে হলে এখন থেকেই মনোযোগ দিয়ে ভালোভাবে পড়াশোনা করতে হবে।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী শফিউল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: আব্দুল ওয়াদুদ, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার , মো. আলমগীর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, আনিসুর রহমান মিল্টন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, মাওলানা আফসার উদ্দিন, উপজেলা জামায়াতের সভাপতি, অধ্যক্ষ ইমদাদুল ইসলাম, সহকারী অধ্যাপক হুমায়ুন ইউসুফ, প্রধান শিক্ষক মো. বাহারুল ইসলাম, আলী আহসান, আশরাফুল আলম লিটন ও স্বপন বিশ্বাস ।

এছাড়া বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, মাদ্রাসার সুপার, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে উত্তরা মাইলস্টোন স্কুলে সংঘটিত বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শালিখা উপজেলা মাধ্যমিক সুপারভাইজার বিপ্লব কুমার রায়।

 

একুশে সংবাদ/মা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!