কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ গ্রামের উছমান মিয়ার একমাত্র ছেলে মো. ওয়াসিম (১৮) নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টা পর ব্রহ্মপুত্র নদ থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল ৫টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে।
এর আগে বুধবার (১ অক্টোবর) সকাল ১১টার দিকে ওয়াসিম বন্ধুদের সঙ্গে মাছ ধরতে গিয়ে নদীর অপর পাড়ে যাওয়ার চেষ্টা করলে প্রবল স্রোতে ভেসে যায়। দীর্ঘ চেষ্টা চালিয়েও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
পরে ভৈরব ফায়ার সার্ভিসের ডুবুরি দল বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। তবে সেদিন ব্যর্থ হয়ে রাতের মধ্যে অভিযান স্থগিত করা হয়। বৃহস্পতিবার সকালে ফের অভিযান শুরু করে বিকেলে মরদেহ ভেসে ওঠার পর উদ্ধার করা হয়।
কুলিয়ারচর থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, “নিখোঁজের পর থেকেই আমরা ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে কাজ করেছি। প্রায় ৩০ ঘণ্টা পর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
হঠাৎ এই দুর্ঘটনার ঘটনায় ওয়াসিমের পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর তার মরদেহ উদ্ধার হওয়ায় শোকাবহ পরিবেশ আরও ভারী হয়ে উঠেছে।
একুশে সংবাদ/এ.জে