জামালপুরের ইসলামপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। কঠোর নিরাপত্তা ও নজরদারির মধ্যে উৎসবমুখর পরিবেশে পাঁচ দিনব্যাপী পূজা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২ অক্টোবর) দেবী দুর্গার স্বামীর বাড়ি ফিরে যাওয়ার দিনকে কেন্দ্র করে মন্দিরে মন্দিরে চলে সিঁদুর খেলা। ঢাকের বাদ্য, মন্ত্রপাঠ ও অঞ্জলিতে ভক্তরা মেতে ওঠেন আনন্দে। ঢাক-ঢোলের তালে, গান-বাজনার বর্ণিল সুরে শোভাযাত্রা বের করা হয়।
বৃষ্টি উপেক্ষা করে কেউ হেঁটে, কেউ ভ্যান কিংবা রিকশায় করে প্রতিমা নিয়ে যান নদ-নদীর ঘাটে। সন্ধ্যায় ফকিরপাড়া পাইলিং ঘাট ও পাথরঘাটায় ভক্তদের উপস্থিতিতে দেবী দুর্গাসহ অন্যান্য প্রতিমার বিসর্জন দেওয়া হয়। এসময় ধূপ, প্রদীপ ও মোমবাতি জ্বালিয়ে আগামী বছরের সুখ-শান্তি কামনা করেন ভক্তরা।
এবার ইসলামপুর উপজেলায় মোট ১৯টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়।
একুশে সংবাদ/এ.জে