গাজীপুরের কালিয়াকৈরে বিজয়া দশমীর প্রতিমা বিসর্জনের সময় তুরাগ নদীতে একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে যায়। এ ঘটনায় দুই শিশু নিখোঁজ রয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় দক্ষিণ হিজলতলী এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ শিশু দুজন হলো— তন্ময় ও অঙ্কিতা। তারা কালিয়াকৈর উপজেলার দক্ষিণ হিজলতলী গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিমা বিসর্জন দেখতে আসা একটি শ্যালো নৌকা নদীতে অন্য নৌকার সঙ্গে ধাক্কা খায়। এতে ১৮–২০ জন যাত্রী বহনকারী নৌকাটি ডুবে যায়। বেশিরভাগ যাত্রী সাঁতরে তীরে উঠলেও তন্ময় ও অঙ্কিতাকে খুঁজে পাওয়া যায়নি।
খবর পেয়ে উপজেলা প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, নিখোঁজ দুই শিশুর সন্ধানে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে, দ্রুত উদ্ধার অভিযান শুরু হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

