সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দিয়ে বৈষম্য নয়, সাম্য প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বেগমগঞ্জ শাখার সভাপতি মো. মহসিন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পূর্ব বাজার কাচারিবাড়ি মসজিদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে তিনি এ দাবি জানান।
‘জুলাই বিপ্লবের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’ এবং ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা—বৈষম্য নয়, সাম্য চাই’— এই স্লোগানকে ধারণ করে আয়োজিত মানববন্ধনটি আয়োজন করে বেগমগঞ্জ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন। মানববন্ধনে বেসরকারি ও কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সভাপতির বক্তব্যে মো. মহসিন বলেন,“বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনগুলো সরকারের নির্ধারিত পাঠ্যবই অনুযায়ী শিক্ষাদান করে এবং সরকার নির্ধারিত নীতিমালা অনুসরণ করেই শিক্ষার্থীরা ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে ভর্তি হয়। তাহলে তারা কেন প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে না? এটি একটি স্পষ্ট বৈষম্য। আমরা চাই, প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সবাইকে সমান সুযোগ দেওয়া হোক—এটাই সাম্য।”
মানববন্ধনে আরও বক্তব্য দেন—সংগঠনের উপদেষ্টা অরবিন্দ পাল, সহ-সাধারণ সম্পাদক গোপালকৃষ্ণ দাস, শিক্ষা বিষয়ক সম্পাদক পারভেজ নূর এবং সদস্য মানু সাহা।
দারুল ইসলাম মডেল একাডেমির পরিচালনা পরিষদের সভাপতি নাসিমুল গনি চৌধুরী মহল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উক্ত কর্মসূচির সঞ্চালনায় ছিলেন উপদেষ্টা অরবিন্দ পাল এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মো. তৌহিদুল ইসলাম।
এছাড়া প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা মানববন্ধনে অংশ নেন।
একুশে সংবাদ/নো.প্র/এ.জে