রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় গাঁজাসহ এক মাদকসেবীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দঘাট থানা পুলিশ। রোববার (১৩ জুলাই) সকালে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৭টার দিকে গোয়ালন্দ বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনির সামনে অভিযান চালিয়ে মঞ্জু শেখ (৫৫) নামে এক মাদকসেবীকে ২ পুরিয়া গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। তিনি গোয়ালন্দ বাসস্ট্যান্ডের বেপারীপাড়া এলাকার মৃত ইয়ার আলী শেখের ছেলে।
গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন,“এসআই মো. শিহাবুদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে মঞ্জু শেখকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।”
পরে মঞ্জু শেখকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদুর রহমান তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন। অনাদায়ে আরও ৩ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/রা.প্র/এ.জে