কলেজ শিক্ষিকা নাদিরা ইয়াসমিনকে সাতক্ষীরা সরকারি কলেজে যোগদান করতে না দেওয়ার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন কলেজের একদল শিক্ষার্থী। স্মারকলিপিতে নাদিরা ইয়াসমিনের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ তিন দফা দাবি জানানো হয়।
মঙ্গলবার দুপুর ১টার দিকে সাতক্ষীরা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহা. আল মুস্তানছির বিল্লাহর কাছে প্রথম স্মারকলিপি দেন ওই শিক্ষার্থীরা। পরে দুপুর ২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের কাছে আরেকটি স্মারকলিপি দেওয়া হয়।
এর আগে হেফাজতে ইসলামের আলটিমেটামের পর নরসিংদী সরকারি কলেজের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিনকে সাতক্ষীরা সরকারি কলেজে বদলি করা হয়। গতকাল সোমবার দুপুরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বদলির তথ্য জানা যায়।
নাদিরা ইয়াসমিন নরসিংদীতে নারী অধিকারকর্মী হিসেবে পরিচিত। ‘নারী অঙ্গন’ নামে তার একটি সংগঠন আছে। এছাড়া ‘নারী অঙ্গন’ নামের একটি ওয়েব পোর্টালের সম্পাদক তিনি। সম্প্রতি ‘হিস্যা’ নামের একটি ম্যাগাজিনে ‘বিতর্কিত লেখা’ ছাপানোর অভিযোগ তুলে তাকে অপসারণের দাবি জানায় হেফাজতে ইসলাম।
নাদিরা ইয়াসমিনকে সাতক্ষীরা সরকারি কলেজে বদলির খবর জানার পর এর প্রতিবাদ জানান কলেজের একদল শিক্ষার্থী। এরপর আজ দুপুরে কলেজের গণিত বিভাগের শিক্ষার্থী বখতিয়ার হোসেন ও রবিউল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের ফাহমিদ আলম ও আবদুল্লাহ আল মামুন, অর্থনীতি বিভাগের ঝুমা মারিয়াম, উদ্ভিদবিদ্যা বিভাগের ইমরান নাজির ও বাংলা বিভাগের শিক্ষার্থী শাওন হোসেনের নেতৃত্বে কলেজের অধ্যক্ষ ও জেলা প্রশাসক বরাবর তিন দফা জানিয়ে স্মারকলিপি জমা দেওয়া হয়।
একুশে সংবাদ / সা.প্র/এ.জে