নওগাঁর মান্দায় শিক্ষক সমিতির ভবন নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে রোববার সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নির্বাচন অফিস সংলগ্ন অসম্পন্ন ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক আহবায়ক এম.এ মতিন, মান্দা উপজেলা বিএনপির আহবায়ক ও গণেশপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, মান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে, সাবেক সাধারণ সম্পাদক ডাঃ ইকরামুল বারী টিপু, কুসুম্বা ইউপি চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, প্রসাদপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল, মান্দা উপজেলা শিক্ষক সমিতির উপদেষ্টা গোলাম সরোয়ার স্বপন, আহবায়ক সদেরুল ইসলাম এবং সদস্য সচিব নাসির উদ্দিন প্রমুখ।
অংশগ্রহণকারীরা ভবন নির্মাণ কাজের গুরুত্ব তুলে ধরে শিক্ষক সমাজের কল্যাণে এর অবদান কামনা করেন।
একুশে সংবাদ/ ন.প্র /এ.জে