কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও উলিপুর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মাহবুব সালেহীর উদ্যোগে স্থানীয় এক বেকার যুবকের হাতে ফুচকা ও ঝালমুড়ি বিক্রির জন্য ফুডকার্ট (ভ্যানগাড়ি) ও প্রয়োজনীয় মালামাল হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) দুপুর ১২টায় থেতরাই ইউনিয়নের থেতরাই বাজারে স্থানীয় যুবক জাহাঙ্গীর আলম (৩৫)-এর হাতে ফুডকার্ট তুলে দেন ব্যারিস্টার সালেহী।
ব্যারিস্টার মাহবুব সালেহী বলেন, “উলিপুর উন্নয়ন ফোরামের লক্ষ্য শুধু সহায়তা প্রদান নয়, বরং কর্মসংস্থানের টেকসই সুযোগ সৃষ্টি করা। ক্ষুদ্র উদ্যোক্তারা সমাজে বড় পরিবর্তনের সূচনা করতে পারে। একজন উদ্যোক্তা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্যদেরও অনুপ্রাণিত করেন। এ ধরনের ফুডকার্ট প্রকল্প ধীরে ধীরে বিস্তৃত করা হবে।”
উদ্যোক্তা জাহাঙ্গীর আলম জানান, এই সহায়তা তার জীবিকা নির্বাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি ও তার পরিবার আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে যেতে পারবেন।
স্থানীয়রা মনে করেন, সাধারণত রাজনীতিতে উন্নয়নের প্রতিশ্রুতি শোনা গেলেও সরাসরি কর্মসংস্থানের উপকরণ প্রদানের এ উদ্যোগ ব্যতিক্রমধর্মী এবং জনপ্রতিনিধিত্বের নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় জামায়াত নেতা শাহ আজিজুর রহমান তরুণ, প্লাবন সরকারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
একুশে সংবাদ/এ.জে