কুমিল্লার তিতাসে যৌথবাহিনীর অভিযানে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৯ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বলরামপুর ইউনিয়নের গাজিপুর এলাকায় তিতাস থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ‘দুই কেজি পাঁচশো গ্রাম’ গাঁজাসহ মো. মোশারফ (২৮), পিতা-আ. মোর্শেদ ও আ. মোর্শেদ (৬৫), পিতা-মৃত হযরত আলী নামের এ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদ উল্লাহ বলেন, যৌথবাহিনীর অভিযানে এ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে গ্রেপ্তার আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। উক্ত আসামিদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা বিরাচাধীন রয়েছে।
একুশে সংবাদ/ কু.প্র/এ.জে