নরসিংদীর শিবপুর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ মে) দুপুরে চক্রধা ইউনিয়নের সোনাকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলেন—সোহা আক্তার (১০), শিবপুর উপজেলার সোনাকুড়া গ্রামের আবুল কাশেমের মেয়ে এবং হাবিবা আক্তার (৯), মনোহরদী উপজেলার দৌলতপুর গ্রামের বাবলুর মেয়ে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।
স্বজনরা জানান, বেড়াতে আসা হাবিবা দুপুরে সোহাকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। এসময় পানিতে তলিয়ে যায় দুইজনই। পরে স্বজনরা তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন জানান, "স্থানীয়রা দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সম্ভবত সাঁতার না জানার কারণে তাদের মৃত্যু হয়েছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।"
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :