AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কেন্দুয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মে দিবস পালিত



কেন্দুয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মে দিবস পালিত

‘মহান মে দিবস’ এবং ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস’ উদযাপন উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) দুপুরে উপজেলা প্রশাসন ও কেন্দুয়া নির্মাণ শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।

উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় নেতৃত্ব দেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান ভূঞা মজনু এবং পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার।

অপরদিকে, নির্মাণ শ্রমিক ইউনিয়নের শোভাযাত্রায় নেতৃত্ব দেন সংগঠনের উপজেলা শাখার সভাপতি মনোয়ার হোসেন মৌলু ও সাধারণ সম্পাদক আবুল কালাম মেনু।

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন—কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা হারুন অর রশিদ ফারুকী, জামায়াতে ইসলামীর কেন্দুয়া উপজেলা আমির, বিএনপি নেতা মজনু রহমান খন্দকার, জসীম আহম্মেদ খোকন, উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা এবং সহ পাঠাগার সম্পাদক মঞ্জুরা আক্তার লিলি।

বক্তারা শ্রমজীবী মানুষের মর্যাদা রক্ষায় একযোগে কাজ করার আহ্বান জানান এবং শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

 

একুশে সংবাদ//নে.প্র//এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!