দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান এবং অন্যান্য সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে ঝালকাঠির নলছিটিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকবৃন্দ ও আমার দেশ পাঠক মেলার সদস্যরা।
বুধবার (৩০ এপ্রিল) সকালে নলছিটি প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন আমার দেশ পত্রিকার নলছিটি উপজেলা প্রতিনিধি কুদ্দুস তালুকদার।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ঝালকাঠি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও আমার দেশ এর ঝালকাঠি প্রতিনিধি শফিউল আজম টুটুল, নলছিটি প্রেসক্লাবের সভাপতি এনায়েত করিম, সহ-সভাপতি মিলন কান্তি দাস, সাধারণ সম্পাদক কে এম সবুজ, মোস্তাফিজুর রহমান মনু, শরিফুল ইসলাম পলাশ, খালিদ হাসান, রিপন, মশিউর রহমান রাসেলসহ আরও অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, ফ্যাসিবাদের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল বিগত দিনে তার মালিকানাধীন ৭১ টিভির মাধ্যমে পতিত আওয়ামী সরকারের নির্লজ্জ দালালী করেছেন। এখন আমার দেশ পত্রিকায় তার দুর্নীতির খবর প্রকাশিত হওয়ায় এই দোসর আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা দেয়ার ধৃষ্টতা দেখিয়েছে। বক্তারা অবিলম্বে মোস্তফা কামালকে গ্রেফতার এবং পতিত আওয়ামী সরকারের প্রচারযন্ত্র ৭১ টিভি বন্ধ করে দেযার দাবি জানান।
বক্তারা, মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলাকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়ে বলেন, মেঘনা গ্রুপ অতীতে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সহযোগী হিসেবে কাজ করেছে এবং আজও সেই ভূমিকায় অবিচল রয়েছে।
তারা আরও বলেন, আমার দেশ একটি নিরপেক্ষ ও সত্যনিষ্ঠ পত্রিকা হিসেবে দীর্ঘদিন ধরে জনস্বার্থে কাজ করে আসছে। মাহমুদুর রহমানের মতো নির্ভীক সাংবাদিককে হয়রানি করে বাকস্বাধীনতা রুদ্ধ করার যে অপচেষ্টা চলছে, তা সফল হবে না।
মানববন্ধন থেকে অবিলম্বে মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানানো হয় এবং আগামীতে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।
একুশে সংবাদ//ন.ঝা.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :