খাগড়াছড়িতে তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় নমুনা শস্য কর্তন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল )খাগড়াছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যােগে সদর ইউনিয়নের মহালছড়া এলাকায় এ কর্মসূচীর আয়োজন করা হয়।
শস্য কর্তন কর্মসূচী প্রধান অতিথি হয়ে উদ্বোধন করেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।
এসময় প্রধান অতিথি বলেন,পার্বত্য এলাকার পুরুষদের পাশাপাশি নারীরাও অত্যন্ত পরিশ্রমী। কৃষি চাষে নারীদের উদ্ভূদ করতে তাদেরকে উৎসাহ দিতে হবে। কৃষিখাতকে আরও গতিশীল করতে এই ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সবসময় কৃষকদের পাশে থাকার আশ্বাস দেন।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মুক্তা চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ বাছিরুল আলম, উপজেলা কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় কৃষকবৃন্দ।
অনুষ্ঠানে উপ-পরিচালক মোঃ বাছিরুল আলম জেলার ধান চাষ উৎপাদনের বর্তমান অবস্থা ও সম্ভাবনার কথা জানিয়ে বলেন, পার্বত্য অঞ্চলের আবহাওয়া ও মাটি তেলজাতীয় ফসল চাষের জন্য অত্যন্ত উপযোগী।
অনুষ্ঠান শেষে শস্য কর্তনের মাধ্যমে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ করা হয়, যা আগামী কৃষি পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
একুশে সংবাদ//খা.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :