আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ রবিবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এরআগে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পে রক্ষা পাওয়ার উপায় নিয়ে ফায়ার সার্ভিসের মহড়া অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরাসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
পরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈনুল হকের সভাপতিত্বে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, ফায়ার সার্ভিস স্টেশন কমান্ডার খান এহসানুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :