মাগুরার শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে গতকাল বুধবার সকালে নবাগত উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী’র সাথে উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট জেলার কচুয়া উপজেলা থেকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বদলি/পদায়নকৃত হয়ে গত ১৫ সেপ্টেম্বর রবিবার শ্রীপুর উপজেলায় যোগদানের পর তিনি এই প্রথম আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন ।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেস ক্লাবের আহ্বায়ক ড. মুসাফির নজরুল, সদস্য সচিব ও ইত্তেফাকের শ্রীপুর প্রতিনিধি আশরাফ হোসেন পল্টু, সদস্য এম.আর. জিন্নাহ, সিনিয়র সাংবাদিক নাসিরুল ইসলাম, আইয়ুব হোসেন খাঁন, মোঃ সাইফুল্লাহ, মোল্যা মিজানুর রহমান, জিয়াউর রহমান, জান্নাতুন মাওয়া, খান আবু হাসান লিটন, মহসিন মোল্যা, জিল্লুর রহমান সাগর, মুজাহিদ শেখ, জুয়েল রানা,লেলিন জাফর,নাজমুল আহসান,আব্দুর রশীদ ও সাকিব খানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ সময় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী সাংবাদিকদের তথ্যভিত্তিক সত্য সংবাদ প্রকাশসহ এলাকার সার্বিক উন্নয়নে প্রশাসনের পাশে থেকে কাজ করার আহবান জানান। এছাড়াও ভবিষ্যতে তিনি সাধারণ মানুষের কল্যানার্থে কাজ করে যাবেন বলেও জানান।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :