মাদারীপুরের ডাসারে এক হতদরিদ্র ও এক বিধবা পরিবারের দুটি বসতঘর ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ধুলগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে বিধবা রানু বেগম ও আবু তালেব বেপারীর বসতঘরে রাখা প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে জানালে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের খবর শুনে পার্শ্ববর্তী এলাকার ইতালি প্রবাসী মেনাজুল আকন মানবিক সহায়তার হাত বাড়ান। তিনি তাঁর স্ত্রী নাজমা বেগমের মাধ্যমে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে নগদ ১০ হাজার টাকা সহায়তা প্রদান করেন।
নাজমা বেগম বলেন, “আমার স্বামী ঘটনাটি জানার সঙ্গে সঙ্গেই আমাকে অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াতে বলেছেন। তাই আজ আমি নগদ অর্থ তাদের হাতে তুলে দিয়েছি।”
বিধবা রানু বেগম কান্নাজড়িত কণ্ঠে জানান, “আমার স্বামী-সন্তান কেউ নেই। আমার ঘরের প্রায় পাঁচ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে গেছে। এখন আমি নিঃস্ব।”
অবসরপ্রাপ্ত সেনা সদস্য মাসুদ খান বলেন, “আমরা এখানে ৪০ জন অবসরপ্রাপ্ত সেনা সদস্য রয়েছি। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করব।”
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল আরেফিন বলেন, “ঘটনাটি আমরা জেনেছি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আবেদন করলে সরকারি সহায়তা দেওয়া হবে।”
একুশে সংবাদ/এ.জে