AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাউফলে স্প্রেইড হিউম্যানিটির বর্ষপূর্তি উদযাপন


Ekushey Sangbad
মোঃ ফোরকান, বাউফল, পটুয়াখালী
০৫:০৪ পিএম, ৩ অক্টোবর, ২০২৫

বাউফলে স্প্রেইড হিউম্যানিটির বর্ষপূর্তি উদযাপন

মানবসেবায় নিবেদিত সংগঠন ‘স্প্রেইড হিউম্যানিটি’-এর বর্ষপূর্তি নানা আয়োজনে উদযাপিত হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৯টায় বাউফল সরকারি কলেজের হলরুমে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন মানবিক কার্যক্রমের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. রুহুল আমিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাউফল সরকারি কলেজের অধ্যক্ষ মো. বশার তালুকদার। প্রধান বক্তা ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. মো. মিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—এনসিপি’র যুগ্ম আহ্বায়ক ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা সভাপতি মাওলানা নজরুল ইসলাম,গণঅধিকার পরিষদ বাউফল উপজেলা আহ্বায়ক মো. হাবিবুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস পটুয়াখালী জেলা সহ-সভাপতি মাওলানা আইয়ুব বিন মুসা।

এছাড়া রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, স্প্রেইড হিউম্যানিটির উপদেষ্টা পরিষদ, কার্যনির্বাহী কমিটি ও সাধারণ সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠান শেষে অর্ধশতাধিক এতিম, অসহায় ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তির হাতে দুপুরের খাবার ও ১৫ দিনের খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!