ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সদর ইউনিয়নের স্বল্প নোয়াগাঁও গ্রামের সিপন মিয়ার অসুস্থ মেয়ে সামিয়া জান্নাত সেতু (৯) মানবিক সহায়তা পেল বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. সারোয়ার আলমের কাছ থেকে।
শুক্রবার (৩ অক্টোবর) সকালে সামিয়ার চিকিৎসা বাবদ ১০ হাজার টাকা মানবিক সহায়তা হিসেবে পরিবারের হাতে তুলে দেন সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শরীফ উদ্দীন ও সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়া।
এ সময় সমাজসেবক সারোয়ার আলম বলেন, “অসহায় মানুষের পাশে থাকা আমার নৈতিক দায়িত্ব। দরিদ্র পরিবারের শিশু সেতু দুর্ঘটনায় একটি হাত ভেঙে যাওয়ায় তার চিকিৎসা ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছে। খবর পেয়ে চিকিৎসার জন্য আমি ১০ হাজার টাকা দিয়েছি। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকব, ইনশাআল্লাহ।”
উল্লেখ্য, মো. সারোয়ার আলম সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি গ্রামের কৃতি সন্তান এবং সরাইল উপজেলা প্রেসক্লাবের আজীবন সম্মানিত সদস্য। তিনি একজন সফল ব্যবসায়ী হওয়ার পাশাপাশি এলাকায় বিভিন্ন মানবিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
একুশে সংবাদ/এ.জে