AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৫ মে, ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বেতন বকেয়া রেখে কারখানা বন্ধের ঘোষণায় বিক্ষোভ


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,গাজীপুর
০২:৩৫ পিএম, ২১ মে, ২০২৪

বেতন বকেয়া রেখে কারখানা বন্ধের ঘোষণায় বিক্ষোভ

গাজীপুর জেলার টঙ্গীতে বেতন বকেয়া রেখেই একটি পোশাক কারখানা বন্ধের ঘোষণার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা। মঙ্গলবার (২১ মে) বেলা সাড়ে ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত টঙ্গীর দত্তপাড়া এলাকার বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা এই অবরোধ করে।

শ্রমিকরা জানায়, সকাল ৮টায় কাজে যোগ দিতে গিয়ে প্রধান ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখতে পান তারা। পরে তারা কারখানার সামনের শাখা সড়কে অবস্থান নেয়। এরপর শাখা সড়ক থেকে সরে গিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকায় অবস্থান নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শ্রমিক আন্দোলনে ঢাকামুখী লেনে প্রায় ২০ মিনিট যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশের আশ্বাসে শ্রমিকেরা সড়ক থেকে সরে গিয়ে আবার কারখানার সামনে অবস্থান নেয়। 

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, বেতন বকেয়া রেখে কারখানা বন্ধ ঘোষণায় শ্রমিকেরা বিক্ষোভ করেছে। এসময় তারা বকেয়া বেতন পরিশোধসহ কারখানা খুলে দেওয়ার দাবি জানান।

কারখানা মালিক ইকবাল হোসেনের মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

 

একুশে সংবাদ/কা.ক/সা.আ

Shwapno
Link copied!