AB Bank
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মধ্যরাতে টাইগারদের বিশ্বকাপ স্বপ্নযাত্রা শুরু


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
১০:৪০ পিএম, ১৫ মে, ২০২৪
মধ্যরাতে টাইগারদের বিশ্বকাপ স্বপ্নযাত্রা শুরু

যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে টিম বাংলাদেশ। 

বুধবার দিনগত রাত ১টা ৪০ মিনিটে এমিরেটসে চেপে দুবাই হয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বিমানে উঠবেন টাইগাররা।

৮ জুন যুক্তরাষ্ট্রের ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের এবারের বিশ্বকাপ। এর পর তিনটি গ্রুপ ম্যাচ আছে নাজমুল হোসেন শান্তর দলের।

১০ জুন দক্ষিণ আফ্রিকা, ১৩ জুন নেদারল্যান্ডস আর ১৭ জুন নেপালের বিপাক্ষে শেষ গ্রুপ ম্যাচ খেলবে বাংলাদেশ। গ্রুপে অন্তত দ্বিতীয় হলেও সেরা আটে পৌঁছে যাবে টাইগাররা।

বিশ্বকাপের মূল আসরে মাঠে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ। তার একটি আবার প্রবল পরাক্রমশালী ভারতের বিপক্ষে (১ জুন)।

এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে বাংলাদেশ। ২৬ মে ওই সিরিজের প্রথম ম্যাচ টাইগারদের।

দেশ ছাড়ার আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের কেউই খুব বড়গলায় কথা বলেননি। শুধু বলেছেন, টি-টোয়েন্টি ফরম্যাটে ছোটদল বড়দল নেই। যে কেউ যে কাউকে হারাতে পারে।

অধিনায়ক শান্ত মনে করেন, তার দল সামর্থ্যের সেরাটা উপহার দিতে পারলে ভালো করবে। সুপার এইট বা সেমিফাইনাল খেলতে চাই, এমন করে কোনো লক্ষ্যের কথা বলেননি শান্ত।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!