কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় দৈনিক আমার সংবাদের মিরপুর উপজেলা প্রতিনিধি শরিফুল ইসলাম শরিফ (৪০) নিহত হয়েছে।
সে উপজেলার ধুবইল ইউনিয়নের গেটপাড়া গ্রামের মৃত নাদের আলী মন্ডলের ছেলে এবং উপজেলা যুবজোটের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কের তাঁতিবন্ধ এলাকায় জেটিআই এর সামনে পাখিভ্যানের সাথে মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটে।
এতে সাংবাদিক শরিফুল মারাত্মক আহত হলে স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৬ এপ্রিল) ভোরে তিনি মারা যান।
তার মৃত্যুতে মিরপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

